কোন বস্তুর Color দেখার জন্য তৃতীয় উপাদান হল পর্যবেক্ষক। এই পর্যবেক্ষক মানুষের চোখও হতে পারে কিংবা কোন মেশিন বা Camera ও হতে পারে। বিজ্ঞানী Thomas Young, যিনি একসাথে চোখের ডাক্তার ছিলেন, ১৮০১ সালে তিনিই সরবপ্রথম আমাদের চোখের রেটিনায় তিন ধরনের Photo Receptor আবিস্কার করলেন। এবং তিনি প্রমান করলেন যে আমাদের এই তিন ধরনের Photo Receptor যথাক্রমে লাল, সবুজ এং নীল রঙ্গের দৃশ্যমান wavelength এর সাথে Interact করে।
Posts
Showing posts from July, 2022
- Get link
- X
- Other Apps
আমারা জানি যে Visual Spectrum এ Red Color এর wavelength সবচেয়ে বেশী। এখন কোন বস্তুকে তার Reflection % দেখে কখন আমরা Red Color বলব? যখন কোন বস্তুর উপর আলো ফেলা হবে এবং সে বস্তু Red Color Wavelength ছাড়া অন্য সকল Wavelength absorb করে নিবে, অর্থাৎ Red Color wavelength ই সবচেয়ে বেশী প্রতিফলিত করবে তখনই আমরা ঐ বস্তুকে Red Color হিসাবে দেখতে পাই। উদাহরণ হিসাবে Attached image এর Reflection % এর কলাম এ দেখুন, এখানে৬১০ থেকে ৭০০ nm wavelength এ ঐ বস্তুটি সবচেয়ে বেশী আলো প্রতিফলন করেছে। অর্থাৎ ঐ বস্তুটি অন্য সকল Wavelength এর আলোকে অনেক বেশী পরিমান শোষণ করছে শুধুমাত্র Red Color এর Wavelength এ এসেই বস্তুটি সর্বোচ্চ প্রতিফলন বা Reflection করছে।
- Get link
- X
- Other Apps
আমরা গতকালকের পোস্টে জেনেছিলাম যে কোন বস্তুর মধ্যে দিয়ে কতটুকু আলো প্রতিফলিত বা কোন বস্তু কতটুকু আলো শোষিত হবে তার উপর ভিত্তি করে যে কোন বস্তুকে তিন ভাগে ভাগ করা যায়। যথাক্রমে অস্বচ্ছ, স্বচ্ছ, আধাস্বচ্ছ। কোন বস্তু যে পরিমান আলো শোষণ করে তাকে Absorbance% (Abs%) দিয়ে প্রকাশ করা হয়। কোন বস্তু যে পরিমান আলো প্রতিফলন করে তাকে Reflectance% (RFL%) দিয়ে প্রকাশ করা হয়। আর যদি কোন বস্তু যে পরিমান আলো বিক্ষিপ্তভাবে প্রতিফলন করে তা হল Diffusion%। এছারাও আর একটা Term Color Measurement এর বেলায় ব্যবহৃত হয় তা হল Transmittance%। কোন বস্তুর মধ্যে দিয়ে কি পরিমান আলো প্রতিসরণ হল তাই Transmittance. সাধারণত বস্তু যত বেশী স্বচ্ছ তত বেশী আলো প্রতিফলিত করবে। সাদা রং সবচেয়ে বেশী আলো প্রতিফলন করে। আর কালো রং সবচেয়ে কম আলো প্রতিফলন করে। তবে Special Fluorescent/Neon কালার গুলোই সবচেয়ে বেশী আলো প্রতিফলন করে। আবার বস্তুর তল সমতল হলে Diffusion% কম হবে। Textile Industry তে Solid Textile Materials এর কালার Calculation এর জন্য RFL% কেই অধিকতর গুরুত্ব দেয়া হয়। আর কোন Liquid measurement এর জন্য ইত্যাদি Transmittanc...