আমরা গতকালকের পোস্টে জেনেছিলাম যে কোন বস্তুর মধ্যে দিয়ে কতটুকু আলো প্রতিফলিত বা কোন বস্তু কতটুকু আলো শোষিত হবে তার উপর ভিত্তি করে যে কোন বস্তুকে তিন ভাগে ভাগ করা যায়। যথাক্রমে অস্বচ্ছ, স্বচ্ছ, আধাস্বচ্ছ।
কোন বস্তু যে পরিমান আলো শোষণ করে তাকে Absorbance% (Abs%) দিয়ে প্রকাশ করা হয়। কোন বস্তু যে পরিমান আলো প্রতিফলন করে তাকে Reflectance% (RFL%) দিয়ে প্রকাশ করা হয়। আর যদি কোন বস্তু যে পরিমান আলো বিক্ষিপ্তভাবে প্রতিফলন করে তা হল Diffusion%। এছারাও আর একটা Term Color Measurement এর বেলায় ব্যবহৃত হয় তা হল Transmittance%। কোন বস্তুর মধ্যে দিয়ে কি পরিমান আলো প্রতিসরণ হল তাই Transmittance.
সাধারণত বস্তু যত বেশী স্বচ্ছ তত বেশী আলো প্রতিফলিত করবে। সাদা রং সবচেয়ে বেশী আলো প্রতিফলন করে। আর কালো রং সবচেয়ে কম আলো প্রতিফলন করে। তবে Special Fluorescent/Neon কালার গুলোই সবচেয়ে বেশী আলো প্রতিফলন করে। আবার বস্তুর তল সমতল হলে Diffusion% কম হবে।
Comments
Post a Comment