আমারা জানি যে Visual Spectrum এ Red Color এর wavelength সবচেয়ে বেশী। এখন কোন বস্তুকে তার Reflection % দেখে কখন আমরা Red Color বলব?

যখন কোন বস্তুর উপর আলো ফেলা হবে এবং সে বস্তু Red Color Wavelength ছাড়া অন্য সকল Wavelength absorb করে নিবে, অর্থাৎ Red Color wavelength ই সবচেয়ে বেশী প্রতিফলিত করবে তখনই আমরা ঐ বস্তুকে Red Color হিসাবে দেখতে পাই।
উদাহরণ হিসাবে Attached image এর Reflection % এর কলাম এ দেখুন, এখানে৬১০ থেকে ৭০০ nm wavelength এ ঐ বস্তুটি সবচেয়ে বেশী আলো প্রতিফলন করেছে। অর্থাৎ ঐ বস্তুটি অন্য সকল Wavelength এর আলোকে অনেক বেশী পরিমান শোষণ করছে শুধুমাত্র Red Color এর Wavelength এ এসেই বস্তুটি সর্বোচ্চ প্রতিফলন বা Reflection করছে।

Comments

Popular posts from this blog