Textile Industry তে Pantone নাম্বারের ব্যবহার বহুল পরিচিত। Buyer কিংবা Customer আমাদেরকে Pantone নাম্বার দিয়ে কালার matching করতে বলে। এই Pantone নিয়ে গড়ে উঠেছে এক বিশাল Industry. বিভিন্ন ধরনের Pantone আছে। যেমন TPX,TCX,TC,TP,C ইত্যাদি। এটি মুলত বিজ্ঞানী মুনসেল এর Color ATLAS system এর উপর ভিত্তি করে তৈরি করা।
বর্তমান সময়ের Pantone গুলো ৬ সংখ্যার হয়ে থাকে। প্রথম দুই সংখ্যা দিয়ে কালারের Lightness/Depth-ness/Darkness কে বুঝায়। এই সংখ্যাগুলো ১১ থেকে ১৯ পর্যন্ত হয়ে থাকে। ১১ মানে লাইট, ১৯ মানে ডার্ক। পরবর্তী দুই সংখ্যা Hue/Color/Tone/Shade কে বুঝায়। এই সংখ্যা গুলো ১-৬৪ পর্যন্ত হয়। শেষের দুই সংখ্যা দ্বারা Chroma/Brightness/Saturation ইত্যাদিকে বুঝায়। একটি কালার কতটুকু উজ্জ্বল তা শেষের দুই সংখ্যা দ্বারা বুঝা যায়। এই সংখ্যা ০-৬৪ পর্যন্ত হয়।
Comments
Post a Comment