কালার দেখার প্রধান উপাদান গুলোর মধ্যে আলোর উৎস অন্যতম। প্রাকৃতিক উৎস ছাড়াও কৃত্রিমভাবে আলোকে বিভিন্ন ভাবে তৈরি করা যায়। যেমন
১. কোন বস্তু থেকে আলো বের না হওয়া পর্যন্ত তাপ দেওয়া (বৈদ্যুতিক বাতি)২. আর্ক ব্যবহার করে পরমাণুকে উদ্দীপ্ত করা
৩. নির্দিষ্ট গ্যাসের মধ্যে বিদ্যুৎ নিরগত করা (XENON Light)
৪. একটি Diode এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা (LED Light)
Comments
Post a Comment