পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত তরঙ্গ দৈর্ঘ্য বিবেচনা করলে, মানুষের চোখে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পরিমান খুবই সামান্য! যেমন আমরা Ultra Violet Ray, Infrared Ray, Gama Ray, X-Ray, Radio Ray ইত্যাদি দেখতে পাই না। কোন আলোক তরঙ্গ দৈর্ঘ্যে 400 nm থেকে 700 nm পর্যন্ত হলেই কেবলমাত্র আমরা কোন আলো দেখতে পাই।
বিজ্ঞানী মুনসেল এর কালার ATLAS কে একটি Tree হিসাবে দেখানো যেতে পারে। Vertical Axis এ White to Black কালার প্রকাশ করা যায়। White to Black কালার এর Chroma জিরো। Vertical Axis থেকে যতই Circular Axis এর দিকে যাওয়া হয়, ততই উক্ত কালারের Chroma বৃদ্ধি পায়। Circular Axis এর একেক ডিগ্রি পরিবর্তনের সাথে কালারের শেড পরিবর্তন হয়।
Comments
Post a Comment