প্রতিটা আলোক উৎসের আলাদা আলাদা Color আছে। একেই Color Temperature বলে। কোন একটা আলোক উৎসের Color Temperature জানতে হলে Black Body নামাক একটি Body আছে যাকে তাপ প্রয়োগ করে উত্তপ্ত করা হয় যতক্ষণ না Black Body থেকে একইরকম Color নির্গত না হয়। যত তাপমাত্রায় উত্তপ্ত করলে ঐ Black Body থেকে একই রকম Color নির্গত হবে তাকে ঐ Color এর Color Temperature বলে। একে Kelvin দিয়ে প্রকাশ করা হয়। যেমনঃ কোন একটি নির্দিষ্ট আলোক উৎসের Color Temperature জানার জন্য Black Body কে 6500 Kelvin তাপ প্রয়োগ করলে যদি Black Body থেকে নির্গত আলোর রং উক্ত নির্দিষ্ট আলোক উৎসের রঙের সাথে মিলে যায় তবে ঐ আলোক উৎসের Color Temperature হল 6500 kelvin। প্রাকৃতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোক উৎস হল সূর্য। কিন্তু দিনের বিভিন্ন সময় সূর্যের আলোক বিভিন্ন হয়।



Comments

Popular posts from this blog