১৯৬৬ সালে, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সূর্যের আলোকে একটি প্রিযমের মধ্যে দিয়ে সঞ্চালন করলেন এবং দেখলেন যে ঐ আলো আলদা আলাদা সাত রং হিসাবে ভাগ হয়ে গেল। আর তিনি ঐ সাত রংকে পরীক্ষা করে দেখলেন যে তা রংধনুর সাত রঙের সাথে মিলে যায়। আর ঐ সাত রং হল বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল (বেনিআসহকলা)



Comments

Popular posts from this blog