১৯৬৬ সালে, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সূর্যের আলোকে একটি প্রিযমের মধ্যে দিয়ে সঞ্চালন করলেন এবং দেখলেন যে ঐ আলো আলদা আলাদা সাত রং হিসাবে ভাগ হয়ে গেল। আর তিনি ঐ সাত রংকে পরীক্ষা করে দেখলেন যে তা রংধনুর সাত রঙের সাথে মিলে যায়। আর ঐ সাত রং হল বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল (বেনিআসহকলা)
বিজ্ঞানী মুনসেল এর কালার ATLAS কে একটি Tree হিসাবে দেখানো যেতে পারে। Vertical Axis এ White to Black কালার প্রকাশ করা যায়। White to Black কালার এর Chroma জিরো। Vertical Axis থেকে যতই Circular Axis এর দিকে যাওয়া হয়, ততই উক্ত কালারের Chroma বৃদ্ধি পায়। Circular Axis এর একেক ডিগ্রি পরিবর্তনের সাথে কালারের শেড পরিবর্তন হয়।
Comments
Post a Comment