#textilecolorscience
Industry Standard এর জন্য CIE কিছু Light Source কে নির্দিষ্ট করল। যেমন D65, A, F11 ইত্যাদি। এর মধ্যে D65 কে দিনের আলোর বিকল্প হিসাবে ধরা হয়। আমাদের Textile Industry তে এখনও অনেকে আছেন যারা দিনের আলোয় Shade Matching কে গুরুত্ব দেন। কিন্তু দিনের আলোর যে Limitation গুলো রয়েছে সেগুল বুঝতেই চান না। Standard Practice এর জন্য অবশ্যই Light Source কে Standard করতে হবে। আবার এমন হয় যে Light Box আছে কিন্তু light box এর Light গুলো ১০০০ ঘণ্টার বেশী সময় ধরে ব্যবহার করা হচ্ছে (Standard Run Time-1000 hours) এতে করেও সঠিক রেজাল্ট পাওয়া যায় না।

Comments
Post a Comment