আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন রাস্তার হলুদ আলোতে আমাদের পোশাকের রং পরিবর্তিত হয়?
কিংবা রাস্তা থেকে সন্ধ্যার পর কিনা পোশাকের রঙ্গের সাথে বাসায় এসে দেখা ঐ একই পোশাকের রং এর পার্থক্য হয়?সাদা রঙ্গের আলো ছাড়া অন্য যে কোন রঙ্গের আলোতে কোন না কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো অনুপস্থিত থাকে। যেমন সবুজ রঙ্গের আলোতে লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো অনুপস্থিত থাকে। তাই সবুজ রঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের আলোতে যখন কোন কালার দেখা হয় তখন ঐ কালারের লাল রং আমাদের চোখে ধরা পড়ে না। তাই বাসায় ঐ কালারের পোশাক কিনে আনলে রঙের তারতম্য ঘটে। এই জন্য, মাছের বাজার কিংবা রাস্তায়, সাদা রঙের আলোয় কেনাকাটা করা উচিত।
Comments
Post a Comment