কখনো কখনো আপালের রং কালো হতে পারে, ভাবছেন কিভাবে?


তাহলে শুনুন, যখন লাল রঙ্গের কোন আপেলকে সবুজ কিংবা নীল রঙ্গের আলোর নিচে রাখা হয়, তখন সবুজ বা নীল রঙ্গের সকল আলোক তরঙ্গদৈর্ঘ্য আপেল শোষণ করে নেয়। কিন্তু যেহেতু সবুজ এবং নীল রঙ্গের আলোর মধ্যে লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো নেই, তাই আপেলের লাল তরঙ্গদৈর্ঘ্যের আলোকে প্রতিফলিত করতে পারে না। এইজন্যই আমরা সবুজ কিংবা নীল আলোতে আপেলকে লাল না দেখে কালো দেখি।
মনে রাখতে হবে, সাদা রঙ্গের আলোতে সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো রয়েছে। যেহেতু আপেলের প্রাকৃতিক রং লাল, তাই সাদা রঙ্গের আলো আপেলের উপর পড়লে লাল ছাড়া অন্য সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো আপেল শোষণ করে, শুধু লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলন করে। তাই সাদা আলোর নিচে আপেলের রং লাল। কিন্তু আপেলের প্রাকৃতিক রং লাল হলেও ভিন্ন ভিন্ন রঙ্গের আলোয় আপেলের রং ভিন্ন ভিন্ন মনে হবে।

Comments

Popular posts from this blog